অনলাইন ডেস্ক :
ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। অ্যান্টিগায় দ্বিতীয় দিন শেষে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের চেয়ে ১০৯ রানে এগিয়ে আছে বাংলাদেশ। প্রেসিডেন্ট একাদশের হাতে অবশ্য আরো ৬ উইকেট আছে। বাংলাদেশের ৩১০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। শিবনারায়ন চন্দরপলের ছেলে ত্যাগেনারাইন চন্দরপল প্রস্তুতি ম্যাচে খেলছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের ওপেনার হিসেবে। ১১৭ বলে আটটি চার ও একটি ছয়ে ৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি। অপর ওপেনার সলোজানো অপরাজিত আছেন ১৭৪ বলে ৮৩ রান করে। ইয়ানিক কারিয়াহ অপরাজিত ২১ রানে। বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার এবাদত হোসেন। ৫১ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এর আগে, বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৩১০ রানে। তামিম ইকবাল খেলেন অপরাজিত ১৬২ রানের ইনিংস।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল