জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার মতো এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসিই) এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও হবে না।
সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান ইউএনবিকে এ সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বিগত বছরের মতো এবারও জেএসসি, জেডিসি পরীক্ষা হবে না।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হবে। তবে তারা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি সনদপত্র পাবে।’
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
ডামি নির্বাচন, ভোট দিল ‘মৃত’ ব্যক্তি-শিশু