January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 28th, 2021, 12:29 pm

প্রেম বিষয়ে মুখ খুললেন সারা

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী সারা আলী খান। ব্যক্তিগত জীবনে একাধিকবার তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। তবে এই অভিনেত্রী জানিয়েছেন, কখনো প্রেমে পড়েননি তিনি। সম্প্রতি স্যোশাল মিডিয়া তারকা কুশা কাপিলার ‘টিন্ডারস সোয়াইপ রাইড’ সিরিজে হাজির হয়েছিলেন সারা। এই সময় কখনো প্রথম দেখায় প্রেম হয়েছে কিনা জানতে চাওয়া হয় তার কাছে। উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমি কখনো প্রেমে পড়িনি, প্রথম দেখায় প্রেম তো দূরের কথা। সারার জীবনে প্রেম আসেনি, সারার ক্ষুধা লাগে, সারাকে কফি খাওয়াও  এগুলো বলে আমাকে সবাই জ্বালাতন করে।’ প্রেমের জন্য কেমন ছেলে পছন্দ প্রশ্ন করলে তিনি জানান, সৎ ও নিষ্ঠাবান ছেলেই তার সবচেয়ে পছন্দ। ডেট করতে গেলে সেখানে মজা ও বুদ্ধিমত্তার মিশেল থাকতে হবে। সারা বলেন, ‘কেউ ভেতরে এক রকম, বাহিরে অন্যরকম তা হলে চলবে না। সবকিছু সততা, ঈমানদারী ও মনোযোগ দিয়ে করতে হবে।’ বর্তমানে সারার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘আতরাঙ্গি রে’ ও দিনেশ বিজনের ম্যাডক্স ফিল্মসের একটি সিনেমায় দেখা যাবে তাকে। ভিকি কৌশলের সঙ্গে ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ সিনেমায় তার অভিনয়ের কথা থাকলেও সেটি আপাতত বন্ধ রয়েছে।