নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ফকিরাপুলে গরমপানির গলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ৩ জন।
রোববার (২০ এপ্রিল) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফকিরাপুলের ৫৪/১ গরম পানির গলির পঞ্চম তলা ভবনের দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে গেছে।
হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগুনে ৩ জন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন
৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির, ঢাকার আসনে লড়বেন নাহিদ
পুলিশি বাধার মুখে যমুনা অভিমুখী ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চ
জাতীয় নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন শুরু, টিজার প্রকাশ