অনলাইন ডেস্ক :
ভারতীয় ফুটবলে ফিফার নিষেধাজ্ঞা তোলার পথ প্রশস্থ করলো সুপ্রিম কোর্ট। তিন সদস্যের কমিটি বাতিল। নির্বাচন ৪ সেপ্টেম্বরের মধ্যে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সুপারিশ মেনে নিলো সুপ্রিম কোর্ট। ফিফার সঙ্গে আলোচনা করে এআইএফএফ সর্বোচ্চ আদালতে জানিয়েছিল, তারা যেন তিন সদস্যের প্রশাসক কমিটি বাতিল করে। আপাতত এআইএফএফের কাজ সামলাবার দায়িত্ব কার্যনির্বাহী সম্পাদককে দেয়ার আবেদন করা হয়। সেই অনুরোধ মেনে নিয়েছে সর্বোচ্চ আদালত। আর এআইএফএফের ৩৬ সদস্যের ভোটার তালিকাও চূড়ান্ত করেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে নির্বাচনের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়িয়ে ৪ সেপ্টেম্বর করে দিয়েছে সর্বোচ্চ আদালত। এভাবে ফিফার সব দাবিই মেনে নেওয়া হয়েছে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নয়, এআইএফএফের হাতেই ভারতীয় ফুটবলের দায়িত্বভার থাকছে। নির্বাচন দ্রুত সেরে ফেলা হচ্ছে। ভোটার তালিকায় সাবেক ফুটবলারদের সামিল করা হয়নি। সন্দেহ নেই, ফিফার নির্বাচন প্রত্যাহার করার ক্ষেত্র প্রশস্থ হলো। প্রশ্ন হলো, ফিফা কি এখনই নির্বাসন তুলে নেবে, নাকি, তারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে? গত ১৬ অগাস্ট ভারতীয় ফুটবলের উপর নেমে আসে ফিফার নিষেধাজ্ঞার খাঁড়া। এর ফলে ১৭ বছরের কম বয়সী মেয়েদের বিশ্বকাপ আয়োজন করার অধিকার হারায় ভারত। নিষেধাজ্ঞার ফলে কোনো বিদেশি ফুটবলার আর ভারতীয় কোনো দলে সই করতে পারবেন না। ভারতীয় দল বিদেশি কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। ভারতের কোনো ক্লাবও বিদেশি প্রতিযোগিতায় খেলার অধিকার হারায়। সাবেক সভাপতি প্রফুল্ল প্যাটেলও এদিন সুপ্রিম কোর্টে জানান, তিনি তিন বার এআইএফএফ সভাপতি ছিলেন। তাই নিয়মানুসারে তিনি আর সভাপতি থাকতে পারবেন না। তিনি এআইএফএফের কোনো পদের জন্য লড়বেন না। তার অনুরোধ ফিফা অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নিক।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল