অনলাইন ডেস্ক :
মেয়েদের ২০২৪ সালের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। স্বাগতিক ভিয়েতনামের পর শুক্রবার ফিলিপাইনের বিপক্ষেও হার দেখেছে মাহবুবুর রহমান লিটুর দল। ফিলিপাইন ৩-১ গোলে বাংলাদেশকে হারের লজ্জা দিয়েছে। হ্যানয়ের ন্যাশনাল ফুটবল ইয়ুথ সেন্টারে শুরুর দিকে দুই দলই একটি করে গোল করে নিজেদের অবস্থান পরিষ্কার করে। ৩ মিনিটে ফিলিপাইন এগিয়ে যায়। ইসাবেলা প্রিস্টনের ক্রসে গোলকিপার প্রতিহত করতে গিয়ে জালেই জড়িয়ে দেন। পরের মিনিটে বাংলাদেশ গোল শোধ দেয়। সাগরিকা বক্সে ঢুকে লং শটে গোলকিপারকে পরাস্ত করেন। গোলকিপার দৌড়ে গিয়েও বলের নাগাল পাননি।
৩২ মিনিটে ফিলিপাইন আবারও এগিয়ে যায়। মধ্যমাঠ থেকে লং পাসে নিনা ফাঁকায় পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে কাটিয়ে বাঁ পায়ে প্লেসিং করে দেন। এর আগে অবশ্য ফিলিপাইন পেনাল্টি থেকে গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু তাদের প্রচেষ্টা গোলকিপার ঝাঁপিয়ে পড়ে গোল হতে দেননি। ৪৪ মিনিটে নিনার জোরালো শট ক্রসবারে লেগে প্রতিহত হলে ব্যবধান বাড়েনি।
বিরতির পর ফিলিপাইনের আধিপত্য বেশি ছিল। ৮১ মিনিটে তাদের একটি প্রচেষ্টা বারের নিচে লেগে গোল হয়নি। যোগ করা সময়ের শেষ মিনিটে কর্নার থেকে হেডে জয়ের ব্যবধান বাড়িয়ে নেয় ফিলিপাইন। জেলেনা করেন তৃতীয় ও শেষ গোল। টানা দুই ম্যাচ হেরে চূড়ান্ত পর্বে খেলার আশা অনেকটাই শেষ বাংলাদেশের মেয়েদের। ২৪ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।
আরও পড়ুন
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০২৭ সালের নারী বিশ্বকাপ হবে ব্রাজিলে নারী বিশ্বকাপের ১০ম এ আসরে ৩২টি দল অংশগ্রহণ করবে
যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগ নিষিদ্ধ করলো আইসিসি