ফিলিপাইনে বৃহস্পতিবার শক্তিশালী টাইফুন আঘাত হানায় হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে এবং সমুদ্র সৈকতের রিসোর্ট থেকে পালিয়েছে। কতৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে বাতাসের ধ্বংসাত্মক গতি এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা বলেছে, টাইফুন রাইয়ের বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ ১৬৫ কিলোমিটার (১০২ মাইল) । এটি দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের বির্স্তীর্ণ দ্বীপ পুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে।
এতে সতর্ক করা হয়েছে, বাতাসের গতি ঘন্টায় ১৯৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এটি বিকালে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিয়ারগাওয়ের কাছে স্থলভাগে আছড়ে পড়তে পারে।
‘ধ্বংসাত্মক টাইফুনের তীব্রতায় অবকাঠামো ও গাছপালার মাঝারি থেকে ব্যাপক ক্ষতি হতে পারে।’
জাতীয় দুর্যোগ সংস্থা বলেছে, প্রশান্ত মহাসাগর জুড়ে ঝড়ের তান্ডবে ৪৫ হাজারের বেশী মানুষ জরুরি আশ্রয় চেয়েছে। বড়দিনের প্রাক্কালে দেশের বিখ্যাত সমুদ্র সৈকতে জড়ো হওয়া দেশীয় পর্যটকরাও সৈকত ত্যাগ করছে। কভিড-১৯ এর কারণে বিদেশী পর্যটকদের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস