January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 22nd, 2022, 4:54 pm

ফেঞ্চুগঞ্জে ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের ফেঞ্চুগঞ্জে ঘিলাছড়া ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) সকালে সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান ফিতা কেটে ভূমি অফিসের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন, সহকারি কমিশনার (ভুমি) মেরিনা দেবনাথ, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘিলাছড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মোসলে উদ্দিন আহমদ, অফিস সহায়ক হাফিজ উদ্দিন, জাকির, ইউপি সদস্য বুরহান উদ্দিন সিন্ধু, কবির উদ্দিন রাসেল, স্থানীয় মুরব্বি শেখ মোঃ আখদ্দস আলী, শেখ মোঃ আব্দুর রব প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ঘিলাছড়া মোকামবাজার ইছহাকিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুস শহীদ।