ফেনীতে এক কিশোরকে বলাৎকারের অভিযোগে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি চালককে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার পুলিশ সদস্য হলেন মো. ইউনুস (৩৫)। এ ঘটনার পর তাকে বৃহস্পতিবার রাতে বরখাস্ত করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেছেন।
মামলার বিবরণী ও ভুক্তভোগীর মা অভিযোগ করেন, গত ২৩ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে ওই কিশোরের কাছে অবৈধ মালামাল আছে অজুহাতে তাকে আটক করে মো. ইউনুস। পরে একটি হোটেলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে বলাৎকার করে।
এরপর ২৪ ডিসেম্বর নির্জন স্থানে নিয়ে থানার গাড়িতে এবং চলতি বছরের ৫ মার্চ মো. ইউনুস নতুন মোবাইল ফোন উপহার দেয়ার আশ্বাসে তার নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে নিয়ে গিয়ে একাধিকবার বলাৎকার করে।
পরে এ বিষয়ে জানতে পেরে ওই কিশোরের মা বৃহস্পতিবার সকালে থানায় একটি ধর্ষণের মামলা করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ঘটনায় তদন্ত পূর্বক সত্যতা পেয়ে আসামি মো. ইউনুসকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার রাতে তাকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান ওসি।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন