অনলাইন ডেস্ক :
গত মাসের শেষের দিকে গুঞ্জন চাউর হয়, ভেঙে গেছে বলিউডের আলোচিত জুটির সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানির প্রেমের সম্পর্ক। কিন্তু মাস পেরুতেই সব গুঞ্জন উড়িয়ে দিয়ে একসঙ্গে দেখা দিলেন এই জুটি। সম্প্রতি মুম্বাইয়ে ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে হাজির হয়েছিলেন কিয়ারা-সিদ্ধার্থ। তার একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, পরস্পরকে আলিঙ্গন করছেন কিয়ারা-সিদ্ধার্থ। তারপর খোশ গল্পে মেতে উঠেন তারা। বিচ্ছেদের গুঞ্জনের পর কিয়ারা-সিদ্ধার্থ প্রথমবার জনসম্মুখে হাজির হলেন। এরপরই প্রশ্ন উঠেছে, তাহলে বিচ্ছেদের গুঞ্চনের কী হবে? এ জুটির ঘনিষ্ঠ একজন এই প্রশ্নের উত্তর দিয়েছেন। ইন্ডিয়া টুডেকে তিনি বলেন, ‘কিয়ারা-সিদ্ধার্থ কখনো আলাদা হননি। বিচ্ছেদের এই গুঞ্জন তাদেরকে আনন্দ দিয়েছে। তারা একসঙ্গেই রয়েছেন।’ ‘শেরশাহ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সিদ্ধার্থ-কিয়ারা। প্রায়ই পরস্পরের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেন। তবে সম্প্রতি, একটি পুরস্কারের মঞ্চে কৃতী স্যাননের গাউন সামলাতে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। কিয়ারার ধারেপাশেও ছিলেন না তিনি। জল্পনা শুরু তখন থেকেই। অনেকেই ধারণা করেন, এই ঘটনা থেকেই হয়তো সিদ্ধার্থ-কিয়ারার মনোমালিন্যের শুরু। তবে এসব গুঞ্জন তুড়ি মেরে উড়িয়ে দিলেন এই যুগল।
সিদ্ধার্থ-কিয়ারার ভিডিও দেখতে ক্লিক করুন
সিদ্ধার্থ-কিয়ারার প্রেম নিয়ে বলিপাড়ায় অনেক চর্চা হলেও বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন এই জুটি। তবে তাদের প্রেম কাহিনি বলিপাড়ায় ওপেন সিক্রেট। একসঙ্গে লাঞ্চ ডেটে, একে অপরের বাড়িতে যাওয়া থেকে মালদ্বীপ ভ্রমণ সবই করেছেন তারা।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত