নিজস্ব প্রতিবেদক:
১৩ বছর পর ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু ও সালমা গান গাইলেন এক সঙ্গে। গানের শিরোনাম ‘ও দুলাভাই।’ গানটি ডিঅ্যান্ডএম এন্টারটেইনমেন্ট নামের চ্যানেলে আগামী ১৫ সেপ্টেম্বর বুধবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে। গানের কথা লিখেছেন ওমর ফারুক ফারহান। সুর ও সঙ্গীত পরিচালনায় রোহান রাজ। গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে গানটি মগবাজারের একটি স্টুডিওতে রেকর্ড হয়। এর আগে নোলক ও সালমা ২০০৮ সালে মাটির তারা নামের একটি অ্যালবামে গান করেছিলেন। দীর্ঘ ১৩ বছর পর এক সঙ্গে গান গেয়ে দুজনই উচ্ছ্বাস প্রকাশ করেন। সালমা বলেন, এই গানে আমার দুলাভাই হিসেব নোলক বাবু গান গেয়েছেন। আমি তার শালী হিসেবে গান গেয়েছি। আসলে নোলক ভাই আমার ভাই। অনেকদিন পর এক সঙ্গে গান গাইতে পেরে ভালো লাগছে। নোলক বাবু বলেন, ‘আমারও খুব ভালো লাগছে। ১৩ বছর পর অবার অমারা এক সঙ্গে গান গাইতে পারলাম। আশা করি গানটি সবার ভাল লাগবে।’
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত