অনলাইন ডেস্ক :
চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একের পর এক গোল করেই চলছেন পর্তুগিজ এই সুপারস্টার। তার গোলে সৌদি প্রো লিগের ম্যাচে ঘরের মাঠে আল ফাতেহকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। এই ম্যাচে গোল করে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। গত শনিবার ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। ম্যাচের ১১ মিনিটে সুলতান আল ঘান্নামের ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান রোনালদো।
আর এই গোল দিয়েই মেসিকে টপকে গেছেন পর্তুগিজ তারকা। ক্যারিয়ারে পেনাল্টি ছাড়া গোলের হিসেবে এখন সবার উপরে রোনালদোই। এত দিন পেনাল্টি ছাড়া গোলে মেসি ও রোনালদোর গোল ছিল ৭১৩টি করে। আল ফাতেহর বিপক্ষে গোল করে রোনালদো সেটা নিয়ে গেলেন ৭১৪তে। রোনালদো তার ক্যারিয়ারের ৮৭৫ গোলের ১৬১টি করেছেন পেনাল্টি থেকে। মেসির পেনাল্টি গোল ১০৮টি। আর সব মিলিয়ে রোনালদোর গোল ৮৭৫টি। মেসির ৮২১টি।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর