January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 10th, 2021, 7:34 pm

ফ্রান্সে জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

আগামী ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ফ্রান্সে ২৫ বছর বয়স থেকে সব নারী জন্মনিয়ন্ত্রণের সব ধরনের সুযোগ সুবিধা পাবেন বিনামূল্যে। জন্মনিয়ন্ত্রণ বড়ি, জন্মনিরোধক যন্ত্রসহ (আইইউডি) ও অন্যান্য সুবিধা থাকছে এই বিলে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ পদক্ষেপের কথা জানিয়েছেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান। খবর দ্যা ইন্ডিপেনডেন্টর। ফ্রান্সের স্বাস্থ্যসেবা ব্যবস্থা স্বল্প পরিসরে জন্মনিয়ন্ত্রণ খরচ বহন করে। বর্তমানে ফ্রান্সে ১৮ বছর বয়সী নারী এবং এর চেয়ে কম বয়সীরা বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণের সুযোগ সুবিধা পাচ্ছেন। দেশটিতে এক হাজার জনে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে গর্ভপাতের সংখ্যা ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে ৬ শতাংশ থেকে ৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। ফ্রান্সে ২৫ বছরের পর বাবা-মার সঙ্গে হেলথ ইন্স্যুরেন্স সুবিধা পান না তরুণরা। বয়সের সঙ্গে সঙ্গে সেটি বাতিল করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি নির্দিষ্ট সংখ্যক তরুণীর মধ্যে গর্ভনিরোধের ব্যবহার হ্রাস পেয়েছে এবং এর প্রধান কারণ হলো অর্থ। এতে অনেক বেশি খরচ হয়। এটা অগ্রহণযোগ্য যে নারীরা নিজেদের রক্ষা করতে পারে না, গর্ভনিরোধ করতে পারে না যদি তাদের পছন্দ হয়, শুধু খরচ বহন করতে না পারার কারণে। যদিও পুরুষদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে তিনি কিছু বলেননি। জন্মনিয়ন্ত্রণের এ বিষয়টিকে হেলথ ক্যাম্পেইনার এবং দেশটির চিকিৎসকরা স্বাগত জানিয়েছেন। বিশেষ করে করোনা মহামারির মধ্যে জন্মহার বেড়ে যাওয়া ও অর্থনৈতিক ব্যবস্থার বিষয়টি বিবেচনা করে। দেশটির মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সির প্রধান ড. জুন রেইনে বলেছেন, এটি সুসংবাদ ফ্রান্সের নারীদের ও তাদের পরিবারের জন্য।