অনলাইন ডেস্ক :
বয়সে স্ত্রী মীরার চেয়ে ১৩ বছরের বড় হলেও সংসারে মুখ খোলারও ক্ষমতা নেই শাহিদ কাপুরের। এমনকি প্রায় প্রতিদিনই নিজের বাড়ি থেকে শাহিদকে বের করে দেয় ‘হোম মিনিস্টার’ মীরা! যদিও প্রতিবারই ফের ফিরে আসেন তিনি। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কী? শাহিদের সামনে এই প্রশ্ন রেখেছিলেন রেডিও জকি সিদ্ধার্থ কানন। অকপটে শাহিদ কাপুর বলেন, ‘প্রতিদিন নিজের বউ আর বাচ্চাদের সামনে মনে হয় আমার কোনো দাম নেই। কিন্তু আমি এখনও বাড়িতেই থাকি। সাত বছর ধরে আমাকে কেউ বাড়ি থেকে বের করতে পারেনি! মানে আমাকে রোজই বার করে দেওয়া হয়, তবে আমি ফিরে যাই’। মীরা আর বাচ্চারাই কি শাহিদকে বাড়ি থেকে বের করে দেয়? শাহিদ বলেন, ‘একেবারেই নয়। কিন্তু এটা ঘটে। তোমার দুই মেয়ে রয়েছে তারা তোমাকে আগলে রাখে, আমারও একটা রয়েছে। কিন্তু এখন ও স্কুল যাওয়া শুরু করেছে। আমার সঙ্গে তখনই অবিচার হয় যখন মেয়ে আমার সঙ্গে থাকে না’। দাম্পত্য জীবন নিয়ে শাহিদের এই মজাদার জবাব শুনে হাসি চাপতে পারেননি সিদ্ধার্থ। ২০১৫ সালে বিয়ে হয়েছিল শাহিদ-মীরার। বিয়ের পরের বছরই মিশার জন্ম দেন মীরা। দু’বছর শাহিদ-মীরা’র কোল আলো করে আসে ফুটফুটে পুত্র সন্তান, জৈন। অভিনেতার কথায় পিতৃত্ব তার মধ্যে অনেক পরিবর্তন এনেছে। শাহিদকে আরও বেশি উন্নততর মানুষ হিসাবে গড়ে তুলেছে জীবনের এই পর্যায়, অভিনেতার কথায় পিতৃত্ব একজন মানুষকে আত্মকেন্দ্রিকতার বাইরের জগতটা চিনিয়ে দেয়। পাশাপাশি অভিনেতা এটাও জানান তার কাজের সবচেয়ে বড় সমালোচক তার স্ত্রী। শাহিদ জানান, তার কোনো ছবি খারাপ হলে সেটা দেখবার পর্যন্ত প্রয়োজন মনে করেন না মীরা। মুখের উপরই সরাসরি সেটা জানিয়েও দেন। সব বিষয়ে স্ত্রীর সঙ্গে মতের মিল হয় না শাহিদের, অভিনেতার কথায় সেটাই একটা সুস্থ ও স্বাভাবিক দাম্পত্যের চাবিকাঠি।
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত