January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 1st, 2022, 1:03 pm

বকেয়া বেতনের দাবিতে মতিঝিলে গার্মেন্টস কর্মীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত জানান বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, কারখানা স্থানান্তরের প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মতিঝিল মডেল হাই স্কুলের সামনে অলিও এই গার্মেন্টসটি কয়েক মাস আগে কর্তৃপক্ষ বন্ধ করে দেন মালিকপক্ষ। তবে তারা নতুন করে উত্তরা চৈতী গার্মেন্টসের পাশে নতুন প্রতিষ্ঠান চালু করেছেন। তারা এই কয়েক মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন।

কর্মীরা জানান, এই অলিও গার্মেন্টসটি ইনভয় গ্রুপের একটি প্রতিষ্ঠান। তবে মালিকপক্ষের কোনও কর্মকর্তা এসে আশ্বাস দিলে তারা রাস্তা ছেড়ে দেবেন।