বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী।
শুক্রবার (১ ডিসেম্বর) ভোরে উপজেলার মোকামতলা আন্ডারপাস সেতুর উপর দুর্ঘটনাটি ঘটে।
নিহত কাভার্ডভ্যান চালক মিরাজ ও আহত সহকারী আতিয়ার রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার জয়দেব কৈপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে রংপুর থেকে আসা কার্গো পরিবহন নামে একটি কাভার্ডভ্যান মোকামতলা আন্ডারপাস সেতুর উপর পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন কাভার্ডভ্যান চালক এবং আহত হয়েছেন চালকের সহকারী। পরে চালকের সহকারীকে আহতাবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। মামলা প্রক্রিয়াধীন।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার