April 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 20th, 2025, 2:49 pm

বগুড়ার সাবেক এমপি হাবিবরের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবর রহমানের (৮০) সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এ সাতটি ব্যাংক হিসাবে ৯৪ লাখ টাকা রয়েছে বলে আবেদনে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন এ তথ্য।
আবেদনে বলা হয়েছে, আসামি মো. হাবিবর রহমানের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। হাবিবর রহমানের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মো. হাবিবর রহমানের নামে অর্জিত বর্ণিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।