বগুড়ায় নির্মাণাধীন ভবনের বিম ভেঙে এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার শহরের জলেশ্বরীতলায় বগুড়া সিটি সেন্টার ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে।
নিহত শঙ্কর রাজভোড় (৫২) শহরের দক্ষিণ চেলোপাড়ার বিশ্বনাথ রাজভোড়ের ছেলে। তিনি ভাঙারির শ্রমিক হিসেবে কাজ করতেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার সদর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম।
তিনি জানান, বগুড়া সিটি সেন্টার ভবনের বিম ভাঙার সময় এটি শঙ্করের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি।
সদর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, লাশ ময়নাতন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী