বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও লরির মুখোমুখি সংর্ঘষে দুই বাসযাত্রী নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার কোনাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শাকিল (২০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি রংপুরের পীরগঞ্জের দুপুরাজপুর গ্রামের বাসিন্দা।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান,বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহি বাস বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দের কোনাবাড়ি এলাকারয় বিপরীত দিক থেকে একটা লরির সঙ্গে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং পাঁচ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ওসি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন