December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 21st, 2023, 8:09 pm

বন্ড সই করার সময় হাতটা কেঁপে উঠেছিল: তিশা

অনলাইন ডেস্ক :

অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মা শাহীন মাহফুজা হক। বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে অভিনেত্রীর মায়ের হাঁটুতে অস্ত্রোপচার হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন তিশা। এ দিন নিজের ভেরিফায়েড ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন তিনি। এ সময় মায়ের অস্ত্রোপচারের কথা জানান তিশা।

পাঠকদের সুবিধার জন্য অভিনেত্রীর স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো- গত বছরের ডিসেম্বরের ২২ তারিখে আম্মুর বাইপাস সার্জারি হয়েছিল। এক বছর যেতে না যেতেই আম্মুর আরেকটা অপারেশন হচ্ছে (নী-রিপ্লেসমেন্ট)। প্রত্যেক অপারেশনের আগে বন্ড সাইন করার সময় হাতটা কেঁপে ওঠে। প্রতি অপারেশনের আগে আমার মা আমাদেরকে বলে, আমার চোখের দুই মণি (ইনায়া এবং ইলহাম) দুজনকে তোমরা দেখে রেখো। আর আমরা হাসিমুখে বলি, আম্মু এই অপারেশনের পরে তুমি আমাদের চাইতেও স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ।

তখন তুমি তোমার দুই নাতনির বিয়ে খাইতে পারবা। সবার কাছে দোয়া চেয়ে নুসরাত ইমরোজ তিশা বলেন, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। পৃথিবীর সব মায়েরা সুস্থ থাকুক। আমীন। বর্তমানে স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর, মেয়ে ইলহাম ও সংসার নিয়ে বেশ সুখেই দিন পার করেছেন তিশা। শিগগিরই নতুন ওয়েব সিরিজ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-এ দেখা যাবে এই অভিনেত্রী। এটি নির্মাণের পাশাপাশি সিরিজে অভিনয়ও করেছেন ফারুকী।