January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 15th, 2023, 8:52 pm

বরিশালে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী লঞ্চডুবি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লতা নদীতে ঝড়ের কবলে পড়ে তলা ফেটে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি ইনজাম’ ডুবে গেছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাজিরহাট থানাধীন পূর্ব ভংগাসংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যবশত, লঞ্চটির ১৬ জন যাত্রী ডুবে যাওয়ার আগে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

উপজেলার কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আহমেদ জানান, লঞ্চডুবির ঘটনায় তারা নিখোঁজের কোনো খবর পাননি। লঞ্চটি হিজলা-বরিশাল রুটে চলাচল করত।

লঞ্চটি হিজলার টেক থেকে ১৬ জন যাত্রী নিয়ে কাজিরহাটের লতা ঘাটে নোঙর করার কথা ছিল। নদীতে ঝড়ের কবলে পড়ে লঞ্চটির নিচের অংশটি ফুটো হয়ে ডুবে যায়।

লঞ্চটির সুকানি নিজাম জানান, ৬ জন যাত্রী নিয়ে সকাল সাড়ে ৬টার দিকে হিজলা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। এসময় লঞ্চের তলা ফেটে গেলে দ্রুত একটি চরে নোঙর করে যাত্রীদের নামিয়ে দেই। সবাই নিরাপদে আছেন। আজ বৃহস্পতিবারের (১৫ জুন) মধ্যে লঞ্চ মেরামত করে শুক্রবার (১৬ জুন) মধ্যে বরিশালে পৌঁছাবো।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঝড়ের কবলে পড়ে লঞ্চটির পেছনের অংশ ডুবে গেছে। লঞ্চের ডুবে যাওয়া অংশ তুলতে এরই মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লঞ্চডুবির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

—-ইউএনবি