January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 31st, 2023, 9:30 pm

বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন মার্টিনেজ

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের বড় অবদান রেখেছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সেইসঙ্গে টুর্নামেন্টে সেরা গোলরক্ষকও হয়েছিলেন তিনি। এইবার সেই অসাধারণ পারফরম্যান্সের জন্যে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন এই আর্জেন্টাইন। প্যারিসে সোমবার রাতে জমকালো ব্যালন ডি’অর অনুষ্ঠানে মার্টিনেজের হাতে সেরা গোলরক্ষকের স্বীকৃতি ‘ইয়াশিন ট্রফি’ তুলে দেওয়া হয়।

আর্জেন্টাইন এই গোলরক্ষক নিজেকে চিনিয়েছেন কাতার বিশ্বকাপে। আর্জেন্টিনার হয়ে পুরো টুর্নামেন্টেই তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। ইয়াশিন ট্রফিটি তার হাতে তুলে দেওয়ার সময়ই যেমন স্ক্রিনে দেখানো হচ্ছিল ফাইনালে ১২০তম মিনিটে তার অসাধারণ একটি সেভ। এরপর টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।