অনলাইন ডেস্ক :
আগের ম্যাচেই ইউরোর মূল পর্বে খেলা নিশ্চিত করেছিল পর্তুগাল। তাই বাছাইয়ের বাকি ম্যাচগুলো শুধুই আনুষ্ঠানিকতা ২০১৬-এর চ্যাম্পিয়নদের জন্য। গত সোমবার রাতে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে রবার্তো মার্তিনেজের দল। জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বসনিয়ার মাঠে প্রথমার্ধেই পাঁচ গোল করে পর্তুগাল। পঞ্চম মিনিটেই যার শুরুটা করেন রোনালদো।
পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন তিনি। ২০ মিনিটে আবারও রোনালদোর গোল। ২৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ব্যবধান বাড়ায় সফরকারীরা। এরপর ৩২ মিনিটে জোয়াল ক্যানসেলো এবং ৪১ মিনিটে জোয়াল ফেলিক্স জালের দেখা পেলে বড় জয় নিশ্চিত হয় পর্তুগালের। আট ম্যাচের সব কয়টিতে জিতে ‘জে’ গ্রুপের শীর্ষে পর্তুগাল। আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। আর ৯ পয়েন্ট নিয়ে মূল পর্বে খেলার স্বপ্ন শেষ বসনিয়ার।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম