বাংলাদেশ সরকার সাকারমাউথ ক্যাটফিশ আমদানি, চাষ, পরিবহন, বিক্রি, সরবরাহ বা সংরক্ষণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। স্থানীয়ভাবে এটি সাকার মাছ হিসেবে পরিচিত।
এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মৃণাল কান্তি দে স্বাক্ষরিত এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।
যেখানে বলা হয়, ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট-১৯৫০’ এর প্রেক্ষিতে দুই জাতের মাছ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি সাকারমাউথ ক্যাটফিশ ও ক্লারিয়াস গ্যারিপিনাস মাছের কোনো প্রজাতির আমদানি, চাষ, পরিবহন, বিক্রয়, গ্রহণ, বাজারজাত, মজুদ, প্রকাশ বা অধিকার করতে পারবে না।
—ইউএনবি

আরও পড়ুন
ভাঙ্গুড়ায় সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, কৃষি প্রণোদনা নিয়েও তীব্র ক্ষোভ
তারেক রহমান অচিরেই টাঙ্গাইল-৫ আসনের প্রার্থিতা ঘোষণা করবেন: টুকু
মালয়েশিয়ায় শ্রমিক থেকে শিল্পপতি হলেন নাসিরনগরেল কৃতি সন্তান হাফেজ হুসাইন আহমাদ