রংপুর ব্যূরো: ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, দেশের ভঙ্গুর স্বাস্থ্যখাতের জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ বিলিয়ন ডলার আয় করে পাশ্ববর্তি দেশ। পাশ্ববর্তি দেশকে প্রতিবছর ১০ বিলিয়ন ডলার আয় দেয়ার লক্ষে একটি মাষ্টার প্লান করে বিগত ফ্যাসিষ্ট সরকার দেশের স্বাস্থ্যখাত দুর্নীতি করে ধ্বংশ করে দিয়েছে। তাই বলা যায়, বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংশ হলে পাশ্ববর্তি দেশেরই লাভ হয়।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশের পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন।
ড্যাব এর প্রধান উপদেষ্টা বলেন, বিগত সরকার দুর্নীতি করেও যদি স্বাস্থ্যখাতের উন্নতি করতো, তা হলে ভালো হতো। সেটাও হয়নি। বিএনপি সরকার ২০০৬ সালে স্বাস্থ্যখাতে যা করে গেছে, তার থেকে উন্নতি তো হয়নি, বরং গত ১৬ বছরে ধ্বংশ করেছে ফ্যাসিস্ট এই সরকার।
স্বাস্থ্যখাত ধ্বংশের উদাহারণ হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বলেন, ২০০১ থেকে ২০০৬ সালেরমধ্যে জাতীয় ক্যান্সার হাসপাতালে ক্যান্সার চিকিৎসার জন্য লিনিয়ার মেশিন ৪ টা কেনা হয়েছিলো। সম্প্রতি হাসপাতালে গিয়ে দেখা যায়, ৪ টি মেশিনই নষ্ট হয়ে পরে আছে। তার মানে জাতীয় ক্যান্সার হাসপাতালেও ক্যান্সারের চিকিৎসা হচ্ছে না। রংপুর মেডিকেল হাসপাতালের ক্যান্সার মেশিন নষ্ট। সারাদেশেরই ক্যান্সার মেশিন নষ্ট।
অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, বিএনপি সমমনা দল ক্ষমতায় আসলে আগামী ১০ বছরের জন্য স্বাস্থ্যখাতের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়ার ৩১ দফার মধ্যেও স্বাস্থ্যখাতের কথা বলা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ড্যাব এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. মোঃ আব্দুস সালাম। পরে রংপুর মেডিকেল কলেজের হলরুমে ড্যাব রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ড্যাব রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. মোঃ আবুল কেনান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন, ড্যাব রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডাঃ নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সদস্য সচিব ডা. শরিফুল ইসলাম ননতু, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মাহমুদুল হক সরকার, সাধারণ সম্পাদক শরিফুল হক মন্ডল।
বাংলাদেশ থেকে ১০ বিলিয়ন ডলার আয় করে পাশ্ববর্তি দেশ- অধ্যাপক ডা. ফরহাদ হালিম

আরও পড়ুন
ঈদযাত্রায় নিরাপত্তা ও শৃখলা নিশ্চিত করতে রংপুর হাইওয়ে পুলিশের বিশেষ উদ্যোগ
ভাঙ্গুড়ায় চোখে ক্যান্সারে আক্রান্ত শিশু নুসরাত
পাবনায় গণধর্ষণ মামলার প্রধান আসামী আমিরুল র্যাবের হাতে গ্রেফতার