অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহর পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। শহরটির রাস্তাঘাট ও সেতুসহ নানা অবকাঠামোর উন্নয়ন নিয়ে কথা বলাই ছিল তার উদ্দেশ্য। তবে এর ঘণ্টা দুয়েক আগেই ঘটে বিপত্তি। ভেঙে পড়ে শহরের একটি সেতু। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। পরে প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন, পিটসবার্গ শহরের নড়বড়ে সব সেতু মেরামত করা হবে। জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টায় ‘ফোর্বস অ্যাভিনিউ ব্রিজ’ নামের সেতুটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সেতুটিতে একটি বাসসহ মোট ছয়টি গাড়ি ছিল। দেশটির দমকল বাহিনীর কর্মকর্তা ড্যারিল জোনাস জানান, ১০০ ফুটের চেয়েও লম্বা দড়ি ব্যবহার করে এবং মানবশৃঙ্খল গঠন করে দুর্ঘটনা কবলিতদের নিরাপদে উঠিয়ে নেয়া হয়েছে। ঘটনাস্থলে অনুসন্ধান চালাতে কুকুর এবং ড্রোন ব্যবহার করা হয়। দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিদের একজন ডারিল লুসিয়ানি। পেশায় তিনি বাসচালক। শুক্রবার সেতুটির ওপর দিয়ে বাস চালিয়ে যাচ্ছিলেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমকে লুসিয়ানি বলেন, বাসটি ডিগবাজি খাচ্ছিল এবং কাঁপছিল। সে সময় মনে হচ্ছিল এটা অনেকক্ষণ ধরেই চলছে। তবে এক মিনিটের কম সময়ের মধ্যে সেটি থেমে যায়। আমি কৃতজ্ঞ যে বাসের কেউ আহত হননি। ফেডারেল পরিবহন কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রে প্রায় ৪৫ হাজার সেতু খুব খারাপ অবস্থায় রয়েছে। তার মধ্যে পেনসিলভানিয়াতেই তিন হাজারের বেশি সেতুর অবস্থা নাজুক। সংবাদমাধ্যম বিবিসির তথ্যানুযায়ী, ‘ফোর্বস অ্যাভিনিউ ব্রিজ’ সেতুটি বেশ পুরোনো। ১৯৭০ সালে নির্মাণ করা হয়। কী কারণে সেটি ভেঙে পড়ল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ বিষয়ে শহরের মেয়র অ্যাড গাইনি বলেন, ২০১৯ সালে সেতুটির কাঠামোগত অবস্থা খতিয়ে দেখা হয়। সে সময় অবকাঠামোর অবনতি হয়েছে বলে ধরা পড়েছিল। সবশেষ গত সেপ্টেম্বরে সেতুটি আবার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এদিকে, গত শুক্রবারেই ভেঙে পড়া সেতুটি পরিদর্শন করেছেন বাইডেন। এরপর ওয়েস্ট মিফলিন এলাকায় একটি বক্তৃতা দেন তিনি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি বুঝতে পারিনি পিটসবার্গে অন্য শহরের তুলনায় বেশি সেতু রয়েছে। সেগুলোর সব মেরামত করা হবে।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩