January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 20th, 2022, 8:34 pm

বাইডেনের সঙ্গে ইউক্রেনের ফার্স্ট লেডির সাক্ষাৎ

অনলাইন ডেস্ক :

ইউক্রেনীয় ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা গত মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি বৃহত্তর দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে ওয়াশিংটনে অবস্থান করছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। জেলেনস্কাকে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট জো বাইডেন এবং জিল বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জেলেনস্কাকে ফুলের একটি বড় তোড়া দিয়েছিলেন যখন তিনি গাড়ি থেকে নামেন। হোয়াইট হাউসের তথ্য মোতাবেক, প্রথম দুই ফার্স্ট লেডি ইউক্রেন সরকার এবং এর জনগণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন নিয়ে আলোচনা করবেন।সিএনএন জানায়, জেলেনস্কা প্রথমে বাইডেনের সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠকে যোগ দেবেন, তারপরে সেকেন্ড জেন্টলম্যান ডগলাস এমহফ, জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর আইসোবেল কোলম্যান, আন্ডার সেক্রেটারি অফ স্টেটের সঙ্গে একটি বর্ধিত দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন।