জেলা প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী) :
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য ১০ লাখ টাকার অনুদান প্রদান করছেন বীর উত্তম ও স্বাধীনতা পদক প্রাপ্ত শামসুল আলম তালুকারের পুত্র এভিআর গ্রুপের চেয়ারম্যান হাসিব আলম তালুকদার।
বুধবার (৩১ আগষ্ট) বিকাল ৩টায় তার ঢাকাস্থ অফিসে বসে এ অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ- সভাপতি অধ্যাপক মু. মনজুর মোর্শেদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হক, কার্যনির্বহী সদস্য কামরুজ্জামান বাচ্চু, খোন্দকার জাহিদুর রহমান সহ প্রমূখ। এ সময় বীর উত্তম ও স্বাধীনতা পদক প্রাপ্ত শামসুল আলম তালুকার বাউফল প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে প্রেসক্লাবে উত্তর উত্তর উন্নতি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২