অনলাইন ডেস্ক :
ওয়ানডে সিরিজে কাইল জেমিসনকে সামলানোর চ্যালেঞ্জ থাকছে না বাংলাদেশের জন্য। সিরিজের পরের দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে নিউ জিল্যান্ডের এই পেসারকে। বিবৃতিতে নিউ জিল্যান্ড ক্রিকেট জানায়, গত সপ্তাহে বাংলাদেশে টেস্ট সিরিজ শেষ করে ফেরার পর হ্যামস্ট্রিংয়ে জড়তা ছিল জেমিসনের। গুরুতর কোনো পর্যায়ে এখনও যায়নি তা। তবে সতর্কতা হিসেবেই রোববার প্রথম ওয়ানডেতে তাকে খেলানো হয়নি। ঝুঁকি এড়াতে এবার পরের দুই ম্যাচ থেকেও সরিয়ে নেওয়া হলো ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা এই পেসারকে। জেমিসনের এই সমস্যার কারণেই প্রথম ওয়ানডের আগে দলে যুক্ত করা হয়েছিল বেন সিয়ার্সকে। এই পেসার এখন রয়ে যাবেন মূল স্কোয়াডের অংশ হিসেবে।
নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টেডি বলেন, নতুন মৌসুমের শুরুতে জেমিসনকে নিয়ে তারা সাবধনতা অবলম্বন করতে চান। “সামনে অনেক খেলা আছে আমাদের এবং আমরা নিশ্চিত করতে চাই যেন, অপ্রয়োজনীয় কোনো ঝুঁকি না নিয়ে কাইলকে (জেমিসন) সম্ভাব্য সেরা অবস্থায় রাখা যায়। ওয়ানডে সিরিজের দল ঘোষণার সময়ই আমরা বলেছিলাম যে, এই সিরিজটি আমাদের জন্য সুযোগ নতুনদেরকে পরখ করে দেখার এবং বেন (সিয়ার্স) সেটিরই অংশ।” টিম সাউদির বিশ্রাম, ট্রেন্ট বোল্টের অনুপস্থিতি, লকি ফার্গুসন ও ম্যাট হেনরির চোটের কারণে এমনিতেই নিউ জিল্যান্ডের পেস আক্রমণ এই সিরিজে একদম অনভিজ্ঞ। প্রথম ওয়ানডেতে অভিজ্ঞ পেসার বলতে ছিলেন কেবল অ্যাডাম মিল্ন।
প্রথম ম্যাচে খেলা পেসার জ্যাকব ডাফির সেটি ছিল চতুর্থ ওয়ানডেতে। পেসার উইল ও’রোক ও পেস বোলিং অলরাউন্ডার জশ ক্লার্কসনের ছিল অভিষেক ম্যাচ। উইকেটের দেখা পান সেদিন চার পেসারের সবাই। নিউ জিল্যান্ড ম্যাচ জিতে নেয় ৪৪ রানে। জেমিসন ছাড়াও নিউ জিল্যান্ড দলে পরিবর্তন আছে আরেকটি। দ্বিতীয় ওয়ানডের স্কোয়াডে থাকছেন না ফিন অ্যালেন। অকল্যান্ডের হয়ে সুপার স্ম্যাশ টি-টোয়েন্টির ম্যাচ খেলতে চলে যাবেন আগ্রাসী এই ওপেনার। তৃতীয় ওয়ানডের আগে আবার দলের সঙ্গে নেপিয়ারে যোগ দেবেন তিনি। প্রথম ওয়ানডেতে এমনিতেও একাদশের বাইরে ছিলেন অ্যালেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার নেলসনে।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল