January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 8th, 2023, 9:26 pm

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক :

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামলা সংক্রান্ত অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও’র সত্যতা যাচাই করেছে আল জাজিরার ভেরিফিকেশন ইউনিট। ভিডিওতে দেখা যায়, মার্কিন দূতাবাসের কাছে রকেট পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা আরেক ভিডিওতে, মার্কিন দূতাবাসের কাছে মৃদু সিরিজ ও বিকট বিস্ফোরণে মধ্যে সাইরেন বেজের ওঠার শব্দ শোনা যাচ্ছে।

ইংরেজিতে জোরে বলা হচ্ছে, কোথাও লুকিয়ে পড়ুন, জানালা থেকে দূরে থাকুন এবং পরবর্তী নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করুন। ফেসবুকে আরেক ভিডিওতে বাগদাদের কূটনৈতিক অঞ্চল দেখানো হচ্ছে এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা- তা নিয়ে কিছু বলা হয়নি। এ ছাড়া হামলার দায়ও এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৪০ হাজারের বেশি।

অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছে অন্তত ১২০০। আহত তিন হাজারের বেশি। চলমান যুদ্ধে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র নানা সহযোগিতা করছে- এমন অভিযোগের পর থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ও ঘাঁটিতে হামলার পরিমাণ অনেক বেড়েছে এবং ক্রমাগত হামলা হচ্ছে।