সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক:
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানকে দেশে সচরাচর পাওয়া যায়না। দেশের চেয়ে ওপার বাংলাতেই তাকে বেশি ব্যস্ত থাকতে দেখা যায়। সম্প্রতি একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন এই তারকা। ‘বাগান বিলাস’ শিরোনামে ফিল্মটি নির্মাণ করেছেন সাদিয়া ইসলাম রোজা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম ও প্রীতম হাসান। গানের পাশাপাশি জয়ার সঙ্গে অভিনয়ও করেন তারা। কিছুদিন আগেই প্রীতম ও এলিটার সঙ্গে একটি ছবি পোস্ট করে খবরটি জানিয়েছিলেন জয়া। সেসময় বলেছিলেন, তাদের সঙ্গে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন।
জয়ার সঙ্গে কাজ করা নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রীতম হাসান বলেছিলেন, ‘জয়া আপুর সঙ্গে এটিই আমার প্রথম স্ক্রিন শেয়ার করা। এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সঙ্গে এলিটা করিমও আছেন। আশা করি এটি দারুণ কিছু হবে।
পরিচালক বলেন, এটিকে একাকিত্বের গল্প বলা যায়। যে গল্পটি আমাদের চারপাশের। এতে সামাজিক একটি সংকট রয়েছে। আমরা সভ্যতার সঙ্গে যেভাবে এগিয়ে যাচ্ছি, সেখানে মানুষ নাগরিক জীবনে একা হয়ে যাচ্ছে। দিন শেষে খেয়াল রাখার মানুষ যে প্রয়োজন, সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি। জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি মিউজিক্যাল ফিল্মটি উন্মুক্ত করা হবে।
আরও পড়ুন
প্রকাশ্যে এলো সিয়াম-দীঘির রোমান্স
যেভাবে সুরা ফাতেহার জবাব দেন আল্লাহ তাআলা
স্মার্টফোন চুরি হলে প্রথমেই যে কাজ করা জরুরি