বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বেরবোয়ালিয়া এলাকায় প্রাইভেটকারের চাপায় পথচারী এক নারী নিহত হয়েছেন।রবিবার সকাল ১০টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রানী বেগম (৬৫) উপজেলার বেরবোয়ালিয়া গ্রামের নওশের আলীর স্ত্রী।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শেখ আবুল হাসান জানান, খুলনা-মাওয়া মহাসড়কে বেরবোয়ালিয়া এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকার পথচারী রানী বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন