January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 23rd, 2024, 7:35 pm

‘বাতিঘর’ এর প্রথম গান প্রকাশ্যে

অনলাইন ডেস্ক :

দেশের ব্যান্ডগুলো নতুন গান সৃষ্টি নিয়ে তৎপর, তাদের অন্যতম দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। নিয়মিত বিরতিতে শ্রোতাদের কাছে নতুন গান পৌঁছে দিতে দলটির সক্রিয় ভূমিকা চোখে পড়ে। এবার ব্যান্ডটি তাদের ভক্ত অনুরাগীদের জন্য উন্মুক্ত করলো নতুন অ্যালবাম ‘বাতিঘর’ এর প্রথম গান। গত বৃহস্পতিবার রাতে গানটি প্রকাশ করা হয়। পুরো গান ভিডিও আকারেই দর্শকের সামনে গানটি পরিবেশন করা হয়েছে। শিরোনামহীন এর বেইজ গিটারিস্ট ও দলনেতা জিয়াউর রহমান জানান, নতুন অ্যালবাম ‘বাতিঘর’ এর গানগুলো আমাদের শ্রোতা দর্শকদের কাছে পৌঁছে দিতে বহুদিন ধরে পুরো দল একাট্টা হয়ে কাজ করছি।

গানের শুটিং হয়েছে দেশের বাইরে, সর্বশেষ থাইল্যান্ডে আমরা শুটিং করেছি। ‘বাতিঘর’ অ্যালবামটিতে থাকবে মোট দশটি গান। এরইমধ্যে অধিকাংশ গানের ভিডিও ধারণ করা হয়েছে। অল্প দুয়েকটি গানের শুটিং বাকি, যেগুলো হয়তো আগামী মাসে ভারতের হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় শুটিং করা হবে। সব প্রস্তুতিও সম্পন্ন। গান-ভিডিওগুলোর পোস্ট প্রোডাকশনের কাজও বেশ যতœ নিয়ে করা হচ্ছে বলে জানান জিয়া। গানের কালার কারেকশান করা হচ্ছে কলকাতায়। যেখানে বলিউড সিনেমা ‘বারফি’ থেকে শুরু করে বাংলাদেশের আলোচিত সিনেমা ‘হাওয়া’ এবং ‘ঊনপঞ্চাশ বাতাস’ এর কালারের কাজ করা হয়েছে।