অনলাইন ডেস্ক :
দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে নেই ট্রাভিস হেড। ২০১৮ সালের পর অস্ট্রেলিয়া দলে আর বিবেচিত হননি। কিন্তু দলে নিজের অবস্থানটা পাকা করতে এবার ইতিহাসই গড়লেন অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বামহাতি এই ব্যাটসম্যান! প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে এটি তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। সার্বিকভাবে লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয়ব্যক্তি হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন হেড। তার সঙ্গে রয়েছেন রোহিত শর্মা। ওয়ানডেতে যার ডাবলের সংখ্যা তিনটি! রয়েছেন ইংল্যান্ডের আলি ব্রাউনও। লিস্ট ‘এ’ ক্রিকেটের আগের দ্রুততম ডাবলটিও হেডের করা। ২০১৫ সালে মার্শ কাপে তার আগের স্কোরটি ছিল ২০২। তখন ডাবল সেঞ্চুরি পূরণ করেন ১১৭ বলে। বুধবার সেই রেকর্ড ছাড়িয়ে ডাবল সেঞ্চুরি করেছেন ১১৪ বলে। ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের ডাবল সেঞ্চুরিটি ছিল পুরোপুরি বিধ্বংসী। ঘরোয়া একদিনের টুর্নামেন্ট মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ ওভারে ক্রিজে নেমেছিলেন। এরপর জ্যাক ওয়েদারাল্ড ও অধিনায়ক ট্রাভিস হেড মিলেই স্কোরের মূল ভিত গড়েন। জ্যাক ১০৩ বলে ৯৭ রানে ফিরলেও ১২৭ বলে ২৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন হেড। তাতে ছিল ২৮টি চার ও ৮টি ছয়ের মার! দ্রুততম ডাবল হাঁকাতে প্রথম সেঞ্চুরি ছুতে লাগে তার ৬৫টি বল। পরের একশো করেন ৪৯ বলে। তিনি যখন ফেরেন, তখনই দলটির স্কোর ছিল ৪৬.৪ ওভারে ৫ উইকেটে ৩৮৩ রান। তার বিদায়ের পর ৮ উইকেটে ৩৯১ রান করতে পারে সাউথ অস্ট্রেলিয়া।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর