January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 19th, 2023, 8:18 pm

বাভুমাকে ‘শচীন’ বলে ডাকা হতো যে কারণে?

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের সেমিফাইনালে অজিদের কাছে তিন উইকেটে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পুরো বিশ্বকাপেই দলটির হয়ে বাজে খেলেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। বলার মতো তেমন কোনো পারফর্মও করতে পারেননি তিনি। তবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বাভুমার মতো অধিনায়ক দরকার। ছোটবেলায় ক্রিকেটীয় মেধার জন্যই তাকে ‘শচীন’ বলে ডাকা হতো বলে জানিয়েছেন বাভুমার ছোটবেলার কোচ জিওফ্রে টয়ানা। টয়ানা বাভুমার ছোটবেলার কথা মনে করিয়ে দিয়ে বলেন, বাভুমা এমন একজন ক্রিকেটার, যাকে দেখতে ছোট মনে হলেও চারিত্রিক দিক দিয়ে সে অনেক বড়।

ছোটবেলায় আমরা তার নাম দিয়েছিলাম শচীন। সে অধিনায়ক না হয়েও যেটা বলে সেটাই তাকে অন্যান্যের থেকে আলাদা করতে যথেষ্ট। মানুষ সবসময় তার কথা শুনতে পছন্দ করে। একজন অধিনায়কেরই এমন গুণ থাকা উচিত। এবারের বিশ্বকাপে বাভুমার ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেন টয়ানা। তবে তার অধিনায়কত্ব নিয়ে কোনো প্রশ্ন শুনতে রাজি নন টয়ানা। তার ব্যাটিং নিয়ে যদি বলি, তাহলে সে রান পায়নি। তবে ২০১৯ বিশ্বকাপের পর সে ১৩০০ এর বেশি রান করেছে ৪৩ গড়ে; যা অন্যান্য অনেক ক্রিকেটারের থেকে বেশি।

এ বিশ্বকাপে সে ইনজুরির সঙ্গেল লড়াই করেছে। এটা বিবেচনায় নিতেই হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাভুমাকে নিয়ে যে আলোচনা হচ্ছে সে সম্পর্কে তার সাবেক কাওচ বলেন, সে চাপে রয়েছে। অনেক কঠিন সময় পাড়ি দিতে হচ্ছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। তবে আমরা বিশ্বাস করি সে আমাদের জন্য বিশেষ কিছু করবে।