অনলাইন ডেস্ক :
রক্ষণে আরও শক্তি হারাতে যাচ্ছে চেলসি। আন্টোনিও রুডিগার ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের পর মার্কোস আলোনসোও চলে যাচ্ছেন। এই স্প্যানিশ ডিফেন্ডারের নতুন ঠিকানা হতে যাচ্ছে বার্সেলোনা। জর্জিনিয়োর একমাত্র গোলে শনিবার এভারটনকে হারিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করেছে চেলসি। গুডিসন পার্কে ২০১৭ সালের পর এটি তাদের প্রথম জয়। ম্যাচটিতে চেলসির স্কোয়াডে ছিলেন না ৩১ বছর বয়সী আলোনসো। পরে দলটির কোচ টমাস টুখেল জানান, এই লেফট-ব্যাকের দলে না থাকার কারণ। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, আলোনসোকে দলে টানার চেষ্টা করছে বার্সেলোনা এবং খেলোয়াড়ও সেখানে যেতে চায়। ম্যাচের পর এ বিষয়ে প্রশ্নের উত্তরে জার্মান কোচ বলেন, হ্যাঁ, এটাই কারণ। “সে দল ছাড়ার চেস্টা করছে এবং আমরা তাকে ছাড়তে রাজি হয়েছি। তাই আজ তাকে মাঠে নামানো যৌক্তিক হতো না। অন্যথায় সে মাঠে থাকত, কিন্তু এই পরিস্থিতিতে এটাই সঠিক সিদ্ধান্ত।” ২০১৬ সালে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেওয়ার পর থেকে প্রায় পুরোটা সময়ই দলটির নির্ভরতার প্রতীক হয়ে ছিলেন আলোনসো। চেলসি অধিনায়ক সেসার আসপিলিকুয়েতাকেও বার্সেলোনা পাওয়ার চেষ্টা করছিল বলে খবর। তবে কদিন আগে চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে গুঞ্জনের ইতি টানেন আসপিলিকুয়েতা।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল