January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 24th, 2023, 7:15 pm

বাসাইলের সাবেক ইউএনও মঞ্জুরের বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

ফাইল ছবি

টাঙ্গাইলের বাসাইল উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সাবেক ইউএনও মনজুর হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় বিচারক মনিরা সুলতানা তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) হিসেবে কর্মরত মনজুর ইউএনও থাকা অবস্থায় ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এক কলেজ ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।

তিনি বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে ধর্ষণ করেছিলেন এবং নিজেদের দম্পতি পরিচয় দিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন বলে অভিযোগ রয়েছে।

বিয়ের জন্য মেয়েটি চাপ দিলে মনজুর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় গত বছরের ২১ জুন আদালতে মামলা করেন ভুক্তভোগী ওই ছাত্রী।

পরে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এ ঘটনা তদন্তের নির্দেশ দেন।

পিবিআই গত বছরের ২৯ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করে এবং সোমবার আদালত দণ্ডবিধির ৪৯৩ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

—-ইউএনবি