January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 18th, 2022, 9:00 pm

বাসাইলে ‘ঠিকানা’র ছাগল পেলেন অসহায় ৩৫ নারী

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:

টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’ দুস্থ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রয়াস চালিয়ে যাচ্ছে। ওই সংগঠনের পক্ষ থেকে অসহায় ও বিধবা ৩৫জন নারীকে ছাগল প্রদান করা হয়। গত রবিবার (১৫ মে) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে তাদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। ঠিকানার প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেলের সভাপতিত্বে এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন মেজর (অব.) ফেরদৌস হাসান, অধ্যাপক ড. আবদুস সবুর খান, অধ্যাপক ড. জমির হোসেন, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, ঠিকানার শিক্ষাবিষয়ক সম্পাদক ড. জুলহাস মিয়া, ঠিকানারকর্মী মল্লিকা পারভীন, প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের অসহায়, হতদরিদ্র ও বিধবা ৩৫জন নারীর মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটি ২০১৭ সাল থেকে অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।