ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অনুষদের ৯টি গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা।
যে ৯টি গেটে তালা লাগানো হয়, সেগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের প্রবেশপথে, বিজ্ঞান গ্রন্থাগারের ফটকে, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, সমাজকল্যাণ ইনস্টিটিউট, চারুকলা অনুষদ, কার্জন হলের পেছনের ফটকসহ কয়েকটি একাডেমিক ভবন।
এটি উল্লেখ করা যেতে পারে, দরজাগুলোতে তালা লাগানো হয়েছিল যা প্রায়ই বন্ধ থাকে।
তালা লাগানোর পাশাপাশি অবরোধের সঙ্গে সংহতি জানাতে এসব গেটের চারপাশে ব্যানার ও পোস্টারও লাগানো হয়েছে।
একটি ব্যানারে লেখা ছিল- ‘রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত!’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ইউএনবিকে বলেন, ‘দেশকে বাঁচাতে ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপি ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে গণমানুষকে নিয়ে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি আহ্বান করেছে। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।’
তিনি আরও বলেন, ‘দেশ রক্ষার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আওয়ামীপন্থী কিছু শিক্ষক শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা দিতে বাধ্য করছে। আমরা শিগগিরই ক্যাম্পাসে আরও কর্মসূচি পালন করব।’
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
পিএসসির তিন সদস্য নিয়োগ নিয়ে জামায়াতের আপত্তি
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম