January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 13th, 2024, 8:17 pm

‘বিচ্ছেদের’ পর আবারও ফারহান-তিশার দেখা, অতঃপর…

অনলাইন ডেস্ক :

কয়েক দিন আগেই শোবিজ দুনিয়ায় গুঞ্জন ছড়ায়, প্রেম করছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। যদিও দুই তারকাই বিষয়টি নিয়ে সে সময় নীরব ভূমিকা পালন করেন। এরপর অনেক দিন পর্দায় একসঙ্গে দেখা যায়নি দুজনকে। তবে ভালোবাসা দিবস উপলক্ষে এই জুটি আবার এক হলেন। তাদেরকে জুটি করে ‘সেই তুমি’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। অবয়ব সিদ্দিকীর চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে দেখা যাবে, প্রেম হতে হতে বিচ্ছেদে গড়ানো এক সম্পর্কে ছিলেন ফারহান-তিশা।

বহুদিন পর আবার তাদের দেখা; অতঃপর হারিয়ে ফেলা দিনগুলোর কথা ভেবে নস্টালজিক হওয়ার চিত্র উঠে আসবে এতে। নির্মাতা জানান, এই ভালোবাসা দিবসের অন্যতম জটিল প্রেমের গল্প হতে যাচ্ছে এটি। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।