অনলাইন ডেস্ক :
বিশ্বের নামকরা সব সাহিত্যিকদের জনপ্রিয় গল্প-উপন্যাস থেকে বিটিভিতে নির্মিত হচ্ছে ‘বিশ্বনাটক পর্ব’। যার একটি নাটক হলো ‘বাঘবন্দি খেলা’। মে মাসের নাটক হিসেবে এটি দেখানো হবে। নোবেল বিজয়ী সাহিত্যিক ডোরিস লেসিং রচিত ‘প্লে উইথ অ্যা টাইগার’ অবলম্বনে এটি অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নাটকটি প্রযোজনা করেছেন ইমাম হোসাইন। তিনি বলেন, ‘‘বিশ্বনাটক পর্বে প্রতি মাসেই একটি করে নাটক প্রচারিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় দেখা যাবে ‘বাঘবন্দি খেলা’।’’ নাটকের বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, জয়িতা মহলানবীশ, সাদিকা স্বর্ণা, মরু ভাস্কর, রিয়াদ রায়হানসহ অনেকে। প্রযোজক জানান, নাটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পশ্চিমা হতাশাগ্রস্ত মধ্যবিত্ত সমাজের নারীদের প্রেম-বিচ্ছেদ, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, আশা-নিরাশার চিত্র তুলে ধরা হয়েছে। আর আগামী ১৩ মে শুক্রবার রাত ৯টায় এটি প্রচারিত হবে।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত