অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ান ওপেনের পর ফ্রেঞ্চ ওপেন, এখানেও চমক দেখাতে পারলেন না এমা রাদুকানু। সেই দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো ইউএস ওপেন চ্যাম্পিয়নকে। বেলারুসের আলিয়াকসান্দ্রা সাসনোভিচের বিপক্ষে ৩-৬, ৬-১, ৬-১ গেমে হারেন তিনি। ফ্রেঞ্চ ওপেনে এবারই অভিষেক হলো রাদুকানুর। ক্লে কোর্টে কন্ডিশন অনেকটা বিপক্ষেই ছিল তার। শুরুতে বাতাসের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারলেও মাঝখানে গিয়ে পথ হারিয়ে ফেলেন। তার কাছে প্রথম সেট হারের পর সাসনোভিচ বলেন, ‘প্রথম সেটের পর ভেবেছিলাম আমি জিততে পারব, তাই আমি শুধু পয়েন্ট বাই পয়েন্ট খেলেছি।’ নারী এককে গত বুধবার তেমন কোনো অঘটন আর ঘটেনি। প্রথম সেট হারলেও ক্লো পাকের বিপক্ষে ৬-২, ৩-৬, ৪-৬ গেমে জয় তুলে নেন আরিনা সাবালেঙ্কা। এদিকে পুরুষ এককে ঘাম ঝরানো জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন গ্রিক তারকা স্তেফানোস সিৎিসপাস। পাঁচ সেটের লড়াইয়ে ইতালির লরেঞ্জো মুসেত্তিকে ৭-৫, ৬-৪, ২-৬, ৩-৬, ২-৬ গেমে হারান তিনি। তাছাড়া তৃতীয় রাউন্ডে উঠেছেন কানাডার ফেলিক্স অজার-ইয়াসিম।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম