অনলাইন ডেস্ক :
জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালনের জন্য চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসর থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এক বিবৃতিতে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, রাজনৈতিক দায়িত্ব পালনের মাঝে সময় পেলে এই মৌসুমে আবারও সিলেটের হয়ে খেলবেন মাশরাফি।
মাশরাফির অনুপস্থিতিতে সিলেটকে নেতৃত্ব দিবেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এখন পর্যন্ত টুর্নামেন্টে দলের জন্য রাখা অবদানের জন্য মাশরাফির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। পাশাপাশি সুযোগ হলে আবারও তার ফেরার জন্য উন্মুখ দলটি। চলতি আসরে পাঁচ ম্যাচ খেলে সবগুলোতেই হেরে প্লে-অফের পথ কঠিন করে ফেলেছে বর্তমান রানার্স-আপ সিলেটের।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল