January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 25th, 2022, 7:43 pm

বিশেষ সম্মাননা পেলেন অক্ষয়

অনলাইন ডেস্ক :

‘খিলাড়ি’র হাতে এলো নতুন সম্মান। পেলেন ভারতের আয়কর দফতরের বিশেষ সম্মানফলক ও প্রশংসাপত্র। কারণ পর পর পাঁচবার সেরা করদাতা হয়েছেন তিনি। নাগরিক হিসেবে তার এই সততা ও নিষ্ঠার জন্য এই সম্মান দেওয়া হয়েছে। বর্তমানে টিনু দেশাইয়ের সঙ্গে একটি ছবির শুটে দেশের বাইরে আছেন অক্ষয়। তবে আয়কর দফতরের প্রশংসাপত্র গ্রহণ করেছেন তার প্রতিনিধি। ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলায় প্রকাশিত খবরে বলা হয়েছে, বলিউডে অক্ষয়ের ছবির সংখ্যা সবচেয়ে বেশি। তার করা বিজ্ঞাপনের সংখ্যাও অনেক। সব মিলিয়ে তার আয়ও অনেক বেশি। আর তাই তার করও বেশি। অক্ষয় অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘স¤্রাট পৃথ্বীরাজ’। বিপরীতে মানুশি চিল্লার রয়েছেন। হাতে আছে একাধিক ছবি। তালিকায় রয়েছে ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’ এবং ‘সেলফি’। ঝুলিতে রয়েছে ‘ওহ মাই গড ২’-ও। সূত্র: পিঙ্কভিলা