অনলাইন ডেস্ক :
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ২৩ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ২৩ লাখ ৭০ হাজার ৮৯৩ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ ৪৭ হাজার ৭৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ৯০৪ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৮৪ হাজার ২৮২ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৪৫৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৬১১ জনে।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস