অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৫ কোটি ৫০ লাখ ২১ হাজার ৩৫০ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬০ লাখ ৩৫ হাজার ৮৭১ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৯৫ লাখ সাত হাজার ৩০ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৬৭ হাজার ১৬৪ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ২৯ লাখ ৮৪ হাজার ২৬১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৫ হাজার ৭১৪ জনে।
এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৯৩ লাখ ১৩ হাজার ২২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৫৪ হাজার ৮৪৩ জন।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন