অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে মৃত্যু প্রায় ৬০ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৭ কোটি চার লাখ ৬৫ হাজার সাত হাজার ৮২২ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬০ লাখ ৭৭ হাজার ৬২ জন।
বর্তমানে করোনার ওমিক্রন ধরনে বিপর্যন্ত দক্ষিণ কোরিয়ায় মোট শনাক্তের সংখ্যা ৯৩ লাখ ৭৩ হাজার ৬৪৬ জন এবং মৃত্যুবরণ করেছে ১২ হাজার ৪২৮ জন।
বর্তমানে দ্রুত ওমিক্রনের বিস্তারের ফলে সংক্রমণ বৃদ্ধি পাওয়া দ্বিতীয় দেশ জার্মানিতে এ যাবত মোট শনাক্ত হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ৪৪২ জন এবং মারা গেছে এক লাখ ২৬ হাজার ৯২০ জন।
মহামারি শুরুর পর থেকে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৭৮৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৭১ হাজার ১৬২ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ সাত হাজার ৮৪১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৬ হাজার ৪৭৯ জনে।
এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৯৬ লাখ ৩৭ হাজার ৮১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৫৭ হাজার ৪৯৫ জন।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন