January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 15th, 2023, 9:24 pm

বিশ্বে কুষ্ঠ রোগাক্রান্তে পঞ্চম স্থানে বাংলাদেশ

ফাইল ছবি

জাতিসংঘের একজন বিশেষজ্ঞ বলেছেন, বাংলাদেশে কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিদের অবস্থা নির্দেশ করে যে দেশের অসামান্য অর্থনৈতিক প্রবৃদ্ধি সমগ্র জনসংখ্যার কাছে পৌঁছাচ্ছে না।

তিনি কুষ্ঠরোগকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার জন্য বৈষম্য বিরোধী আইনের খসড়া করার আহ্বান জানান। বৈষম্যের একটি নিষিদ্ধ স্থল হিসাবে যা হ্যানসেনের রোগ নামেও পরিচিত।

কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি বৈষম্য দূরীকরণের বিষয়ে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার, অ্যালিস ক্রুজ আট দিনের বাংলাদেশ সফর শেষে এক বিবৃতিতে বলেন, ‘কুষ্ঠ রোগটি পদ্ধতিগত বর্জন, কাঠামোগত বৈষম্য এবং প্রাতিষ্ঠানিক অবহেলার একাধিক স্তরের নিচে লুকিয়ে আছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বিশ্বে পঞ্চম সর্বোচ্চ সংখ্যক কুষ্ঠ রোগী রয়েছে বাংলাদেশে। প্রাসঙ্গিক তথ্য যা ইঙ্গিত করে যে চলমান সংক্রমণ, দেরিতে রোগ নির্ণয় এবং স্বাস্থ্য ব্যবস্থার ফাঁকফোকরও রয়েছে দেশটিতে।

জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ার বলেন, ‘যদিও আমি ২০৩০ সালের মধ্যে কুষ্ঠরোগ নির্মূল করার জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রশংসা করি, আমি উদ্বিগ্ন যে রাষ্ট্রের প্রশাসন এই প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে।’

ক্রুজ বলেছিলেন, ‘সরকারের প্রতিশ্রুতিকে বাস্তবে পরিণত করার জন্য সুস্পষ্ট লক্ষ্য, সূচক এবং মানদণ্ডসহ পর্যাপ্ত বাজেট বরাদ্দ অপরিহার্য।

জাতিসংঘের বিশেষজ্ঞ উচ্চ সম্ভাব্য সংখ্যক লুকানো কুষ্ঠ রোগ, গুরুতরভাবে বিলম্বিত রোগ নির্ণয়, শিশুদের মধ্যে চলমান সংক্রমণ ও অক্ষমতা এবং ব্যাপক রোগ-সম্পর্কিত বৈষম্য ও কলঙ্কের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি ক্ষতিগ্রস্তদের যত্ন নেয়ার জন্য সীমিত সুবিধার ওপর গুরুত্বারোপ করেছেন। এরমধ্যে রয়েছে- পুনর্বাসন, পুনর্গঠনমূলক অস্ত্রোপচার, সহায়ক ডিভাইস এবং মনোসামাজিক সহায়তা।

ক্রুজ তথ্যের গড়মিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কুষ্ঠরোগের সীমিত বোঝাপড়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ার বলেছেন, ‘উন্নয়নের অধিকারের মৌলিক নীতিগুলো, যেমন ন্যায়পরায়ণতা, আত্মনিয়ন্ত্রণ, অংশগ্রহণ এবং ন্যায়বিচার পূরণ করা হচ্ছে না।’

তিনি বলেন, ‘কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিরা এবং তাদের পরিবার এখনও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধা ভোগ করছে না বা তারা তাদের প্রতি বৈষম্যের যথাযথ প্রতিকার দেখতে পাচ্ছে না।’

বিশেষজ্ঞ প্রতিবন্ধী-সম্পর্কিত সুবিধা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা স্কিম, তদারকি প্রতিষ্ঠানের সীমিত দক্ষতা এবং দুর্বল পরিস্থিতিতে বসবাসকারী ব্যক্তিদের জন্য মূলত পিতৃতান্ত্রিক পদ্ধতির বৃদ্ধি সম্পর্কিত দুর্নীতির প্রতিবেদন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ সরকার কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিদের মৌলিক অধিকার রক্ষায় আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

তার সফরের সময়, ক্রুজ সরকারের সদস্য, সুশীল সমাজ ও সংস্থার প্রতিনিধি, স্বাস্থ্যসেবা কর্মী এবং কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন। তিনি নীলফামারী ও বগুড়ায় কুষ্ঠরোগে আক্রান্ত স্বাস্থ্যসেবা সুবিধা ও সম্প্রদায় পরিদর্শন করেন।

জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ার ২০২৩ সালের জুনে মানবাধিকার কাউন্সিলে তার সফরের প্রতিবেদন উপস্থাপন করবেন।

—-ইউএনবি