January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 12th, 2021, 7:50 pm

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আবারও জয়ী কার্লসেন

অনলাইন ডেস্ক :

দুবাইতে অনুষ্ঠিত বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আবার জয়ী হলেন গতবারের চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। খেলার ফল তাঁর পক্ষে ৭.৫-৩.৫। তিনটি গেম বাকি থাকতেই প্রতিপক্ষ ইয়ান নেপমনিয়াতচি’কে হেলার হারিয়ে পঞ্চমবার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলেন কার্লসেন। বেস্ট অফ ১৪ গেমের লড়াইয়ে ১১ নম্বর গেমেই খেলার নিস্পত্তি ঘটান নরওয়ের এই দাবাড়ু। ইয়ানের কোনও প্রতিরোধেই কাজ হয়নি। নিজের ২৩ নম্বর চালেই মারাত্মক ভুল করে বসেন রাশিয়ার প্রতিযোগী ইয়ান নেপমনিয়াতচি। প্রতিপক্ষের করা ভুলের সুযোগ নিয়ে ৪৯টি চালেই ম্যাচের ভাগ্য গড়ে দেন কার্লসেন। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই ম্যাচে দীর্ঘতম গেমটি জেতেন কার্লসেন। গেম ৬-এ সাদা ঘুঁটি নিয়ে জেতেন তিনি। গেমটি চলেছিল ৭ ঘণ্টা ৪৫ ধরে। মোট ১৩৬টি মুভ হয়েছিল এই গেমে। ১৯২১ সালে শেষবার ফাইনালে এতবড় জয়ের সাক্ষী থেকেছিল সমর্থকরা। কিউবার জোসে রাউল ক্যাপাব্লাঙ্কার কাছে সেবার ফাইনালে বড় ব্যবধানে হেরেছিলেন জার্মানির এমানুয়েল ল্যাস্কার। খেলার ফল ছিল ক্যাপাব্লাঙ্কার পক্ষে ৯-৫।