জেলা প্রতিনিধি, সিলেট :
নদ-নদী রক্ষায় ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেট জেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব নদী দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিতে সিলেট জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ জেলা নদী রক্ষা কমিটির সদস্যগণ, বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইড এবং অন্যান্যরা অংশগ্রহণ করেন।
পরবর্তীতে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নদী রক্ষায় নদীর অবৈধ দখল ও পানি দূষণ রোধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণের ওপর আলোকপাত করা হয়। এছাড়া জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্ব স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখার জন্য দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ জানানো হয়।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২